সত্যজিৎ দাস ( মৌলভীবাজার প্রতিনিধি) :
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও পৌরসভার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ ঋতুরাজ বসন্ত বরণ উৎসব। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে এই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।
উপস্থিত ছিলেন; উপজেলা পরিষদের প্রধান প্রকৌশলী ইউসুফ হোসেন খান,পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম এবং শ্রীমঙ্গলের গণমাধ্যম কর্মীরা।
এই উৎসবের অংশ হিসেবে মেলায় বিভিন্ন ধরনের পিঠার স্টল বসেছে,যা স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণ করছে। বিকাল থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান,যেখানে বিভিন্ন সংগঠন নিজেদের শিল্পমাধ্যমে বসন্তের আনন্দ উদযাপন করবে।
মেলায় ঘুরতে আসা তরুণী সৃষ্টি জানান,”এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ খুবই প্রশংসনীয়। এটি আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি এক গভীর ভালোবাসা প্রকাশের মাধ্যম।”
উৎসব মাঠটি বিশেষভাবে সাজানো হয়েছে, যাতে প্রতিটি কর্নারই ছবির মতো মনে হয়। শ্রীমঙ্গল পৌরসভা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে সকল বয়সের মানুষ অংশগ্রহণ করছেন, এবং এটি শহরের প্রাণবন্ত পরিবেশে এক নতুন রঙিন অধ্যায় যোগ করেছে।
এছাড়া,বাংলাদেশ স্মার্ট ওমেন্স এসোসিয়েশন পিঠার স্টল নিয়ে মেলায় অংশ নিয়েছে,যেখানে উদ্যোক্তা মিতালী দাশ সকলকে আমন্ত্রণ জানিয়েছেন হাসতে,খেতে এবং সাজতে। এটি শ্রীমঙ্গলের একটি বিশেষ উদ্যোগ,যা সবাইকে একত্রিত করে উৎসবের আনন্দে মেতে উঠতে সহায়তা করছে।