আর বই নিবি? আর বইমেলায় আসতে চাবি?”বইমেলাতে আসা এক মা তার অনূর্ধ্ব পাঁচ বছরের শিশুকে চড় থাপ্পড় মারতে মারতে বলছিলেন এ কথাগুলো !
বাবার উপস্থিতিতে, যেখানে বাবা বারবার ঠেকাচ্ছিল সেখানে মহিলা সমানে চিৎকার করছিল, বাবার হাতের উপর দিয়ে মারছিল , এতোগুলো মানুষের সামনে পাবলিক প্লেসেও সে নিজেকে সংযত করছিল না। এই মহিলা বাসায় কি করতে পারে জাষ্ট ভাবুন। বাবাটার অসহায়ত্বটাও বোঝা যাচ্ছিল।
এই ছোট্ট বাচ্চাটা কোনদিনও কি ভুলতে পারবে এই ঘটনার কথা ? এই যে চাইল্ডহুড ট্রমা তৈরি হলো এটার after effect কি ঘটবে ?? এই বাচ্চাটার শৈশব জীবনটা রীতিমত ধ্বংস করে দিচ্ছে তার নিজের মা।
এই ভিডিওটি দেখে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, প্যারেন্টিং শেখার বিষয়। জন্ম দিলে পিতা মাতা হওয়া যায়, মা বাবা হয়ে উঠতে হয় প্রতিদিনকার হিসেবে। প্যারেন্টিং একটা ফূল টাইম ডিউটি। আমৃত্যু এটা আপনাকে ধারন করতে হবে। যদি ধারন করতে না চান , প্লিজ সন্তানের জন্ম দিয়েন না।
নিরাপদ থাকুক সকল শিশু তার নিজ ঘরে। চাইল্ডহুড ট্রমার শিকার না হোক আমাদের কোন বাবু।