পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠে গণকপাড়া রাঢ়িবাড়ী এলাকায় পিতা ও পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন গণকপাড়া রাঢ়িবাড়ীর বাসিন্দা মো. শফিউল বাসার হাসিব (৪০) এবং তার পিতা মো. রবিউল আউয়াল জসিম (৬৫)।
শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে। অভিযোগের খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জনতার তীব্র চাপের মুখে অভিযুক্ত দুজনকে তাদের বাড়ি থেকে আটক করে পুলিশ।
পরে অভিযুক্তদের স্বজন হোসনেয়ারা হাসনাত বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

