রাজশাহী প্রতিনিধি :
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ১০হাজার পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। কৃষক যেনো সহজলভ্যভাবে কৃষি ঋণ পায়, সার পায় সেই ব্যবস্থা করা হবে। কৃষকের কৃষি পণ্য উৎপাদন ও ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বিগত ১৬ বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি। নিশিরাতের নির্বাচন দেখেছি, গায়েব নির্বাচন দেখেছি। বিগত সনময় দেশের মানুষ ভোট দিতে পারেন নি। পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। তারা চলে গেছে, যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল।
তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে।
পদ্মা নদী শুষ্ক মওসুমেরে আগে শুকিয়ে যাওয়ার কারণ জানিয়ে তারেক রহমান বলেন, পদ্মা নদীর ওপর উজানে ভারতের নির্মিত ফারাক্কা ব্যারাজের বিপরীতে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে। যেনো সারা বছরন পদ্মায় পানি থাকে। আর সেই পানি দিয়ে কৃষকরা ফসল উৎপাদন করতে পারেন।
এরআগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে নামার পর কড়া নিরাপত্তার ভেতর দিয়ে তারেক রহমানকে আমচত্বর-সিটিহাট-তেরোখাদিয়া-লক্ষ্মীপুর-সিঅ্যান্ডবি-সার্কিট হাউস হয়ে মাদ্রাসা ময়দানের সামনে দিয়ে শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে ১টা ৫৫ মিনিটের দিকে তিনি মাদ্রাসা মাঠে জনসভাস্থলে উপস্থিত হন। এ সময় হাত নেড়ে নেতা-কর্মীদের অভিবাদন জানান তিনি।

