নাজমুজ সাকিব,পার্বতীপুর, (দিনাজপুর) প্রতিনিধি:
পার্বতীপুরে নিভৃত পল্লীতে অজ্ঞাত দুর্বৃত্তের দল আগাছা নাশক বিষ স্প্রে এক কৃষকের ১ একর ৫৮ শতক জমির ধানক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতি সাধন করেছে।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার ভোর রাতে উপজেলার হাবড়া ইউনিয়নের আরজি দেবীপুর গ্রামে। ক্ষতিগ্রস্থ কৃষক হবিবর রহমান ও তার আপন ভাই মিনহাজুল ইসলাম জানান, তারা পৈতৃক সূত্রে মরনাই মৌজার ৪০০৭ ও ৪০০৯ দাগের জমিটি ভোগদখল করে আসছে। এলাকার একটি মাদ্রাসার কতিপয় ব্যক্তির সাথে দীর্ঘদিন যাবত জমিটির মালিকানা নিয়ে বিরোধ চলছিলো। উক্ত ব্যক্তিরা জমিটিতে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলাও করেন। তারা আদালত থেকে নিষেধাজ্ঞার আদেশ নিতে ব্যর্থ হন। এরই মধ্যে ফসল বিনষ্টের ঘটনা ঘটলো।
হবিবর রহমান আরও জানান, আমরা কাউকে দেখতে পাইনি তবে, আমাদের প্রতিপক্ষদের উপরই আমাদের সন্দেহ আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।