বাধন মিয়া, (মাগুরা,মহম্মদপুর):
মাগুরার মহম্মদপুর উপজেলায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) প্রেসক্লাব মহম্মদপুরের আয়োজনে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার কে।
স্থানীয় প্রেসক্লাব ভবনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিককর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে ইউএনও শাহীনুর আক্তারের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। বক্তারা বলেন, মহম্মদপুরে দায়িত্ব পালনকালে তিনি নিষ্ঠা, মানবিকতা ও প্রশাসনিক দক্ষতা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। দুর্নীতিমুক্ত প্রশাসন, বাল্যবিয়ে প্রতিরোধ, নদীভাঙন রোধে তৎপরতা এবং শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা।
বিদায়ী বক্তব্যে ইউএনও শাহীনুর আক্তার বলেন, মহম্মদপুর ছিল আমার দ্বিতীয় পরিবার। এখানকার মানুষের ভালোবাসা আমার হৃদয়ে গেঁথে থাকবে আজীবন। আমি কৃতজ্ঞ সকল সহকর্মী ও মহম্মদপুরবাসীর প্রতি।
অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে শেষ হয়, যেখানে অনেকেই নিজেদের অনুভূতি ধরে রাখতে পারেননি।
এটি শুধু একটি বিদায়ী সংবর্ধনা নয়, বরং একটি ভালোবাসার প্রতিচ্ছবি—যেখানে একটি উপজেলার মানুষ তাদের প্রিয় প্রশাসনিক কর্মকর্তাকে বিদায় জানিয়েছে হৃদয়ের অন্তঃস্থল থেকে।