বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় নিয়োগবিধি দ্রুত বাস্তববায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শকা, পরিবার কল্যাণ সহকারী, এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এসব কর্মসূচি পালন করেন তারা। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মবিরতি পালন করবেন বলে তারা ঘোষণা দেন।
কর্মসূচি থেকে বক্তারা বলেন, ২৬ বছর ধরে আমাদের নিয়োগ বিধি নেই। সুযোগ সুবিধা থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। প্রস্তাবিত নিয়োগবিধি -২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন চাই। দাবি আদায় না হলে আমার আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

