সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় থানা ও পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনায় এখনো উদ্ধার হয়নি প্রায় ১,৫০০টি অস্ত্র এবং দেড় লাখেরও বেশি রাউন্ড গুলি,এমন সংবাদের পরিপ্রেক্ষিতে সিলেট বিভাগে নিরাপত্তা জোরদার করেছে র্যাব।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতা, সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে র্যাব-৯ এর বিশেষ অভিযান চলমান রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত র্যাব-৯ মোট ২২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৯৩ রাউন্ড গুলি, ৩,৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে,যা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ অক্টোবর) রাত ১২টা ২৫ মিনিটে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার সম্মান এলাকায় র্যাব-৯,সিপিসি-২, মৌলভীবাজার এবং সদর কোম্পানি,সিলেটের যৌথ দল অভিযান চালায়। এ সময় জনৈক মোক্তাদির আলী রিপনের (৩৪) বসতবাড়ি থেকে প্রায় ১ কোটি টাকার দেশি-বিদেশি জাল নোট,৫টি নকল বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড নকল গুলি উদ্ধার করা হয়। অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির জানায়,গত তিন মাস ধরে সে অনলাইনের মাধ্যমে জাল টাকা ও নকল পিস্তল সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করত। প্রথমে ভিডিও কলে নকল নোট ও অস্ত্র আসল বলে দেখিয়ে আগ্রহী ক্রেতাদের বিশ্বাস অর্জন করত। পরে কুরিয়ারের মাধ্যমে নকল পণ্য পাঠানো বা ভুয়া কুরিয়ার স্লিপ দেখিয়ে অগ্রিম টাকা নিয়ে প্রতারণা করত।
র্যাব জানায়,মোক্তাদিরের দেওয়া তথ্যের ভিত্তিতে জাল টাকা প্রস্তুতকারী ও নকল অস্ত্র সরবরাহকারী চক্রকে গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দ করা আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।