জসিম উদ্দিন,
নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মধ্যরাতে সাবেক স্পিকার আব্দুল মালেক উকিল হলের নামফলক ভেঙে “বিজয় ২৪” নামকরন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার (৫ ফেব্রুয়ারী) রাত ১১:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মালেক উকিল হলের আবাসিক শিক্ষার্থীরা আওয়ামী বিরোধী স্লোগানে হলে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে হলের সকল সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।তন্মধ্যে , “স্বৈরাচারের ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না”, “মুজিববাদের ঠিকানা এ বাংলায় হবে না”,” স্বৈরাচারের দোসরেরা হুঁশিয়ার সাবধান”,ইত্যাদি।
বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা মালেক উকিল হলের নামফলক এবং আব্দুল মালেক উকিলের টাইলসে খোদাইকৃত ছবি ভেঙে ফেলে। এরপর মালেক উকিল হলের সামনে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরবর্তীতে, এ বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দিকে গেলে সেখানে তারা বঙ্গবন্ধুর ছবির দেয়ালিকা রং দিয়ে ঢেকে দেয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী জানান, ২৪ এর আন্দোলনে আমার ভাইকে শহীদ করা সেই আওয়ামী লীগ এবং তার দোসরদের এ দেশে এবং এ ক্যাম্পাসে কোন ঠাঁই হবে না। আমরা আমাদের ক্যাম্পাস পুরোপুরি দোসরমুক্ত করেই ছাড়বো,ইনশাআল্লাহ। শেখ হাসিনা ভারতে বসে এখনো এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তা রুখে দিবো।