বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাই ফেইসবুকে পোস্ট করে লিখেছেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে
আজ রাত ৯টায় শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করেই ছাত্র-জনতা রুখে দিতে প্রস্তুত। যে সময় হাসিনার ভাষণ হবে সেই সময় ঢাকা শহরের প্রতিটি মোড়ে ও বাজারে জুলাই গণঅভ্যুত্থানের ভিডিও, ছবি ও ডকুমেন্টারি প্রচার করা হবে।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (৫ ফেব্রুয়ারি) রাতে ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দিতে পারেন। আর তার এই ভাষণকে ঘিরে শুরু হয়েছে চারদিকে তীব্র বিতর্ক। এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ভাষণের প্রতিবাদে এক কর্মসূচি ঘোষণা করেছেন।এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, “বাংলাদেশের ছাত্রদের ওপর গণহত্যার পরেও হাসিনা ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দিচ্ছেন! এটি চরম নির্লজ্জতার বহিঃপ্রকাশ।”
এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লীতে বসে যখন ভাষণ দেবেন, তখনই রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ‘জুলাই গণহত্যা’ স্মরণে এই প্রদর্শনী আয়োজন করা হবে। একই সঙ্গে দেশের প্রতিটি বাজার, হাট ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে গণহত্যার ভিডিও প্রচারের আহ্বান জানানো হয়েছে।