অভিষেক শর্মার অভিষেকটাই শুধু ভুলে যাওয়ার মতো ছিল। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে যা করছেন তা এক শব্দে বললে অবিশ্বাস্য। জিম্বাবুয়ের বিপক্ষে ‘ডাক’ মেরে ‘দাদাদের’ ক্রিকেটে অভিষেক হওয়া বাঁহাতি ব্যাটার আজ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন।
অভিষেক প্রথম সেঞ্চুরিটা পেয়েছিলেন অভিষেক ম্যাচের পরেরটিতেই। ৪৬ বলে করেছিলেন তিনি। আজ দ্বিতীয় সেঞ্চুরিটা করলেন ইংল্যান্ডের বিপক্ষে। সেটিও খুনে মেজাজে। জফরা আর্চার-মার্ক উডদের তুলোধুনো করে রেকর্ডও গড়েছেন তিনি।
ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন তিনি। ৩৭ বলে সেঞ্চুরি করে আরেক শর্মার পেছনে থাকলেন অভিষেক। দ্রুততম ৩৫ বলে সেঞ্চুরি করে চূড়ায় আছেন সাবেক অধিনায়ক রোহিত শর্মা।
তবে ২৭ বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক হচ্ছেন এস্তোনিয়ার ব্যাটার সাহিল চৌহান।
অন্যদিকে পূর্ণ সদস্য দলের হিসাব ধরলে অভিষেকের সেঞ্চুরি দ্বিতীয় দ্রুততম। রোহিতের মতো সমান ৩৫ বলে সেঞ্চুরি করে যৌথভাবে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার।