মোঃ জাহাঙ্গীর আলম
দিনাজপুর জেলা প্রতিনিধি ঃ
গত ৪ ফেব্রয়ারী ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল বিষ্ফোরনের ঘটনায় সন্দেহে আওয়ামীলীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
৫ ফেব্রয়ারী ফুলবাড়ী থানা পুলিশ বুধবার উপজেলার বিভিন্ন এলাকাতে অভিযান পরিচালনা করে আওয়ামীলীগের তিন নেতাকে গ্রেফতার করেন । আটক আওয়ামীলীগ নেতারা হলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মরহুম মোস্তাফিজুর রহমান ফিজারের ছোটভাই খাজা মঈনুদ্দিন অপর দুজন হলেন ফুলবাড়ী পৌর আওয়ামীলীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম এবং সাবেক ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল।
গত ৪ ফেব্রয়ারী মঙ্গলবার সন্ধায় বিএনপির মিছিলে কেবা কাহারা ককটেল নিক্ষেপ করেন, এতে ককটেল বিস্ফোরিত হলে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন এবং পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহাদৎ আলী সাহাজুলসহ আরো দুইজন বিএনপির নেতা আহত হন। এই ককটেল বিষ্ফোরনের জন্য বিএনপির নেতারা আওয়ামীলীগকে দায়ি করেন । এরপর থেকে ফুলবাড়ী থানা পুলিশ অভিযান শুরু করেন।ককটেল বিষ্ফোরনের ঘটনায় সন্দেহে এদেরকে গ্রেপতার করা হচ্ছে, এ অভিযান অব্যহত থাকবে বলে যানান ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল।
মোঃ জাহাঙ্গীর আলম