রাজু রহমান,
যশোর জেলা প্রতিনিধিঃ
রাজধানী মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক পদে মনোনিত হয়েছেন শার্শা উপজেলার কৃতি সন্তান আতাউর রহমান আতা।
সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উক্ত কমিটিতে ইমাম হোসেন আহ্বায়ক ও সেলিম রেজাকে সদস্য সচিব করে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
আতাউর রহমান ঢাকা তিতুমির কলেজের ২০১৩/১৪ শিক্ষাবর্ষের বিএসসি ও ২০১৭/১৮ শিক্ষাবর্ষের গণিত বিভাগের এমএসসির একজন শিক্ষার্থী।আতাউর যশোর জেলার শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা গ্রামের ডাঃ মকবুল হোসেন ও রোকেয়া বেগমের সন্তান। ৪ ভাই ও ৪ বোনের মধ্য আতাউর রহমান সবার ছোট।
সে ২০২৩ সালে সর্বপ্রথম জাতীয়তাবাদী ছাত্রদল তিতুমীর কলেজ, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবার গত ৩ ফেব্রুয়ারি তারিখে অত্র কলেজের নব গঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হলেন।
বিগত সরকারের দুঃশাসনামলে একাধিকবার কারাভোগও করেন তিনি। গণতন্ত্র রক্ষায় বিভিন্ন কর্মসূচী পালন করতে গিয়ে একাধিকবার হামলার স্বীকার হয়েছেন।আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু জিয়ার সৈনিক আতাউর রহমান ছাত্রদলের একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে পেরে সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর আতাউর রহমান আতা বলেন, তিতুমীর কলেজ আমার প্রাণের স্পন্দন। ছাত্রদলের কমিটিতে পদ পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত। গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দলের পক্ষ থেকে আমার উপর অর্পিত দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। এছাড়াও দল ও জাতির প্রয়োজনে রাজপথে আন্দোলন সংগ্রামে পূর্বের ন্যায় সক্রিয় ভূমিকা রাখব ইনশাআল্লাহ।
রাজু রহমান
মোবা-০১৯১৬০০৬৮৮৯.তাং- ৫/২/২৫