মো:দিল,সিরাজগঞ্জ :
গৌরব, ঐতিহ্য ও আদর্শের ধারক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন (মুক্তির সোপান) থেকে র্যালিটি শুরু হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মোঃ শামীম রেজার নেতৃত্বে র্যালিটি মুজিব সড়ক ও এস এস রোড প্রদক্ষিণ করে মুক্তির সোপানে এসে শেষ হয়।
![](https://bangla.fm/wp-content/uploads/2025/02/IMG-20250206-WA0056-1024x576.jpg)
র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলার সভাপতি মোঃ আলহাজ্ব উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।