পিরোজপুর প্রতিনিধি :
গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভাষণকে কেন্দ্র করে পিরোজপুরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১টার দিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি এ কে এম এ আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল করে। এরপর রাত ১ টার দিকে একদল ছাত্র জনতা পিরোজপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে শহরের পাড়েরহাট সড়কের জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মালেকের বাড়ি গিয়ে ভাংচুর এবং আগুন লাগিয়ে দেয়।
পরে শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান মালেকের মালিকানাধীন বলেশ্বর ফিলিং স্টেশনে ভাংচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এসময়ে জনতাকে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মুকিত হাসান খান জানান, আমি ঢাকায় রয়েছি। বিভিন্ন মাধ্যমে আমরা আওয়ামীলীগের দুই নেতার বাড়িতে আগুনের বিষয়ে জানতে পেরেছি।
উল্লেখ্য, এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দেবেন। এরপর রাত ৯টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিলে পিরোজপুরের ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েন। রাত ১২টার পরেই তৎপর হতে দেখা যায় তাদের। গত ৫ আগষ্ট দুপুরের পর থেকে রাতভর এই দুই নেতার বাসায় ৫ বার করে আগুন দেয়া হয়।
বার্তা প্রেরক
সৈয়দ বশির আহম্মেদ
পিরোজপুর প্রতিনিধি।