স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুরে “শেখ হাসিনাতেই আস্থা” লেখা লিফলেট বিতরণ করে রাষ্ট্রদ্রোহী কাজ করার অপরাধে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, সাবেক সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও শহিদুল ইসলাম বাবুলসহ ৬ জনের নামে মামলা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। ৩ ফেব্রুয়ারি (সোমবার) সদরপুর থানার উপপরিদর্শক (এস আই নিঃ) মো. মামুনুর রশিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
উল্লেখ, ২ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার জয়বাংলা বাজারে “শেখ হাসিনাতেই আস্থা” লেখা লিফলেট বিতরণকালে গণপিটুনি দিয়ে প্রিন্স চৌধুরী (৪২) নামে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা। এমন প্রচারনায় সহযোগী হিসেবে সাবেক সংসদ সদস্য, উপজেলার সাবেক ২ জন উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয় এবং লিফলেট বিতরণ করা প্রিন্স চৌধুরীর নামে ওই যুবকের বিরুদ্ধেও মামলা হয়।
সদরপুর থানার উপপরিদর্শক (এস আই নিঃ) মো. মামুনুর রশিদ বলেন, লিফলেট বিতরণকরা প্রিন্স চৌধুরীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের ধরতে অভিযান চলমান রয়েছে।
সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আ. মোতালেব হোসেন বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর থেকেই আসামিগণ বিভিন্ন ভাবে রাষ্টদ্রোহী কাজ করে আসছে। উপজেলায় আর কেও যেন রাষ্টদ্রোহী কাজ না করতে পারে সে বিষয়ে সদরপুর থানা পুলিশ সচেতন রয়েছে।
স্টাফ রিপোর্টার
সদরপুর, ফরিদপুর