মারুফ সরকার, প্রতিবেদক :
কেউ কারো উপর জুলুম করা দস্যুতন্ত্র। রাষ্ট্রের প্রধান দায়িত্ব সবার জান মাল ইজ্জত অধিকার স্বাধীনতা সুরক্ষা,না হয় সেটা রাষ্ট্র নয়- মানবতার বিরুদ্ধে স্বৈরদস্যুতন্ত্র। বৃহস্পতিবার রাতে এক বিবৃতির মাধ্যমে এসব কথা বলেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
তিনি বলেন, সরকারি মদদে লুট তরাজ- গুন্ডামি- অগ্নিসংযোগ- ধ্বংসযজ্ঞ জংগীবাদের রাজনীতি হলেও ইসলামের রাজনৈতিক নীতি ও মানবতার রাজনীতির দৃষ্টিতে রাজনীতি নয় ঘৃন্য দস্যুনীতি- গুন্ডাতন্ত্র- স্বৈরদস্যুতন্ত্র- হিংস্রতা- পাশবতা- বর্বরতা- ফ্যাসিবাদ- সন্ত্রাসবাদ।
যাদের কোনো রাজনৈতিক নীতি আদর্শ মূল্যবোধ নেই, কেবল ক্ষমতার বলে বিপক্ষের বিরুদ্ধে নির্যাতন- নিপীড়ন- জেল- জুলুম- অধিকার হরন- রাষ্ট্রীয়সন্ত্রাস ই যেসব নীচ হীন বন্য লোক দুর্বৃত্তদের পক্ষেই কেবল এসব চরম অসভ্যতা সম্ভব।
এসব ধ্বংসযজ্ঞ আমরা কেবলাভূমি আল আরবে ইসলামের মহান নিদর্শন পবিত্র আহলে রাসুল আলাইহিমুস সালাম ও মহান মকবুল সাহবাগণের মাজার শরীফ ভাঙ্গা থেকে ইন্ডিয়ায়
বাবরী মসজিদ ভাঙা এবং এদেশের সাম্প্রতিক মাজার শরীফ ও খানকা দরবার ও বিভিন্ন ধর্মের উপাসনালয় ভাঙা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্র ও দেশের ঐতিহাসিক স্থানের ধ্বংসযজ্ঞ সবই একই হিংস্র পাশবিক ঘৃন্য স্বৈরদস্যুতান্ত্রিক বিষাক্ত ফ্যসিস্ট রাজনীতির ই বিভিন্ন স্তরের প্রকাশ।
ইতিহাসে এসব অনাচারীরা সব মানবিক মানুষের কাছে চিরঘৃন্য হয়েই থাকে।
অন্যের অধিকার অস্বীকার ও ক্ষমতার বলে অন্যের ধর্ম মত পথ উৎখাতকারি প্রকৃতপক্ষে কোনো ধর্মের ধারক নয় এবং মানুষ নয় অমানুষ।
জন্মের ঠিকানা বিহীন এসব জঘন্য পাশবিক লোকদের নিজেদের কাছেই নিজেদের কোনো সন্মান পরিচয় নেই বিধায় ইতিহাসের কলংক ও ঘৃনা অভিশাপ ওরা হিসাব করে চলেনা। অসভ্যতা কখনোই অনুসরণীয় নয়, কৃতিত্ব নয়, আদর্শ নয় বরং বিষাক্ত ও ঘৃনিত অপরাধ হিসেবে বর্জনীয়।
এছাড়াও জীবন ও মানবতার বিরুদ্ধ সকল অপশক্তির আধাঁর বিভীষিকা থেকে মুক্তির উপায় উল্লেখ করে তিনি আরও বলেন, একমাত্র মানবতার রাজনীতিই সব মানুষের জন্য দয়াময় আল্লাহ ও তাঁর প্রত্যক্ষ আলো রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সব মানুষের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার- মর্যাদা নিশ্চিত করার অবিকল্প অপরিহার্য রাজনীতি।