লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. আব্দুল আওয়ালের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকেলে সরিষাবাড়ী পৌরসভা চত্বরে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশে এই ঘোষণা দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার। সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঘোষিত এমপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং জামালপুর জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি দলের আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অ্যাডভোকেট আব্দুল আওয়াল পেশায় একজন সিনিয়র আইনজীবী, যিনি জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী আওয়াল ছাত্রজীবনে ইসলামী ছাত্রশিবিরের কুষ্টিয়া জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জামায়াতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও তিনি সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন।