পালাব না। কোথায় পালাব! পালাব না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব’—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে গত বছর ২৯ জানুয়ারি এ কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেই সময় থেকে ওবায়দুল কাদের কোথায়, তার কোনো হদিস পাওয়া যায়নি। শারীরিকভাবে আত্মগোপনে। নেই ভার্চ্যুয়াল দুনিয়াতেও। সরকার পতনের আগে যিনি প্রায় প্রতিদিন বক্তব্য-বিবৃতি দিতেন, গণমাধ্যমে প্রকাশের জন্য গত সাড়ে ৬ মাসেও তার কোনো বক্তব্য-বিবৃতি নেই।
এদিকে বই মেলায় নজর কেড়েছে ‘শেখ হাসিনা ডাস্টবিন সেখানে ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ। এই সামাজিক যোগাযোগ মাধেম্যে যখন চর্চা হচ্ছে ঠিক তখনি শেখ হাসিনরা ডাসবিনে ওবায়দুল কাদেরের ময়লা ফেলা একটি ছবি সামাজিক মাধ্যম্যে ভাইরাল হয়। তবে ছবিটি দেখলেই বোঝা যায় এটি একটি এডিট করা ছবি। যার সাথে বাস্তবের কোনো মিল নেই।
নানা গুঞ্জর হলেও ওবায়দুল কাদের কোথায় আছে তার কোনো হদিস নেই