শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য সংবিধান কেটে ছিন্নভিন্ন করেছে। এমনভাবে করেছে যে আর অবশিষ্ট বেশী কিছু নেই। এদেশের ২০ কোটি মানুষকে অবমূল্যায়ন করেছে। তাদের অধিকার ক্ষুন্ন করেছে। রাষ্ট্রের সম্প্রীতি লক্ষ কোটি টুকরো করেছে।
সবার অধিকার সমান তাই অধিকার ফিরিয়ে আনতে হবে। আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিজে পড়তে হবে অপরকে পড়তে দিতে হবে। সোমবার বিকেলে সাভার পৌরএলাকার ব্যাংক কলোনী মাদ্রাসার মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ২১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় ও শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাভার উপজেলার বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল সরকার এ কথা বলেন।
সভা শেষে ১ হাজার অসহায় গরীব মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
সাভার পৌর বিএনপির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে সভায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার বনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন সাইফুল, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল গফুর, ঢাকা জেলা শ্রমিক দলের সভাপতি দ্বীন ইসলাম, আশুলিয়া থানা বিএনপি সহ-সভাপতি আবদুল বাসেদ দেওয়ান, হাজী ওমর আলী ডাওর, আবদুল্লাহ ইউসুফ প্রমুখ।–