পীরগাছা (রংপুর) প্রতিনিধি –
রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনে সভাপতি পদে আহাম্মদ আলী মেম্বার, সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রেফায়েত উল্যাহ নির্বাচিত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) উপজেলার তাম্বুলপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯টি ওয়ার্ড থেকে ৪৫৯জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপি আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান। ৪৫৯ ভোটের মধ্যে ছাতা প্রতীকে ২৩৬ ভোট পেয়ে আহাম্মদ আলী সভাপতি, ফুটবল প্রতীকে ২৫১ ভোট পেয়ে খলিলুর রহমান সাধারণ সম্পাদক, মোরগ প্রতীকে ৩১৬ ভোট পেয়ে রেফায়েত উল্যাহ সাংগঠনিক সম্পাদক বিজয়ী হন। নির্বাচনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আফছার আলী, যুগ্ম আহবায়ক মোস্তাফিজার রহমান রেজা, শরিফুল ইসলাম ডালেজ, জাকির আহমেদ, আব্দুল মান্নান সরদার, আব্দুস সালাম আজাদ জুয়েল, সদস্য আজাদ হোসেন ও রবি লাহিড়ী।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের হাজার হাজার উৎসুক জনতা। নির্বাচনের আগে সকাল ১০টায় প্রার্থী ও ভোটারদের নিয়ে এক কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়।