দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এতেই কপাল পুড়েছে ভারতীয়দের। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছেন তিনি।
ভারতের সাথে ট্রাম্পের সম্পর্ক ভালোই ছিলো। তবে ঠিক কি করণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সম্পর্কের এই টানাপোড়েন তার কারণ জানা যায় নি এখনো। এবার দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা দিয়েছিলেন অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর। যার ফলে প্রায় ২০ হাজার ভারতীয়কে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এরই অংশ হিসেবে ভারতীয় অভিবাসীদের কিছু অংশ সামরিক বাহিনীর সি-১৭ বিমানে করে ভারতে ফেরত পাঠানো হয়।
ট্রাম্প শুধু যে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছেন তা কিন্তু নয়। ভারত ছাড়াও গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও সামরিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। এদিকে অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠানোর বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশ করেছিল হোয়াইট হাউজ। তাতে দেখা গিয়েছিল, মানুষকে সারিবদ্ধ করে বিমানে তোলা হচ্ছে। তাদের সকলের কোমরে বাঁধা রয়েছে চেন। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই বহিষ্কার প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগবে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির অধীনে, অবৈধ অভিবাসীদের শনাক্ত করে সামরিক বিমানে করে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। এর আগে গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসের অভিবাসীদেরও একইভাবে ফেরত পাঠানো হয়েছে।
ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর মধ্যে ভারতীয়দেরও নিজ দেশে ফেরত পাঠানো শুরু হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর তিনি আশ্বস্ত হয়েছেন যে, ভারত এই অভিবাসীদের ফিরিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।