এস কে রাসেল দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধ :
মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে দৌলতপুরে যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে রবিবার দুপুরে বিশাল বড় আনন্দ মিছিল,ও নিষিদ্ধ ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে ভিক্ষোভ মিছিল করে।
গতকাল ২ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এর সাক্ষরিত এক দলীয় বিজ্ঞপ্তিতে সাত সদস্যের জেলা বিএনপির আহবায়ক কমিটির ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে আহবায়ক হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলী সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
কমিটির অন্য সদস্যরা হলেন এস এ জিন্নাহ কবির, অ্যাড. আজাদ হোসেন খান, আতাউর রহমান আতা, অ্যাড. আ.ফ.ম নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম আবেদিন কায়সার।
নবগঠিত এই কমিটির সাতজনকে অভিনন্দন জানিয়ে রবিবার দুপুরে দৌলতপুর উপজেলার থানায় যুবদলর যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলামের কর্মী সমর্থকরা আনন্দ মিছিল করে।
মিছিলটি দৌলতপুর থানা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দৌলতপুর বাজারে সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।