উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা শ্রমিক দলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উজিরপুর উপজেলা পরিষদের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
৩ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০ টায় উজিরপুর ডাকবাংলা থেকে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে উপজেলা পরিষদের সামনে সমাপ্ত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সোলাইমান খান হাইয়ুম, সহ সভাপতি আলম রাঢ়ী,রফিকুল ইসলাম সহ উপজেলা নয়টি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন , স্বৈরাচার শেখ হাসিনা গণহত্যা চালিয়ে দেশ থেকে পালিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য ১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশ ধ্বংসের ষড়যন্ত্রের কর্মসূচি দিয়েছে। এই স্বৈরাচার আওয়ামী লীগকে আর কখনো দেশের মাটিতে কোন প্রকার নৈরাজ্য সন্ত্রাস চাঁদাবাজি দখল বাজি করার সুযোগ দেওয়া হবেনা না।
যে কোন মূল্যে এই অপশক্তিকে আমরা প্রতিহত করা হবে। নেতারা বলেন এই ক্লান্তি লগ্নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।