হামিদুর রহমান লিমন:
“বাকের ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে” এমন স্লোগানে একসময় রাজপথে নেমে ছিলেন বাংলাদেশের সাধারণ জনগণ। ৯০ দশকের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের “কোথাও কেউ নেই” নামের একটি ধারাবাহিকে বাকের ভাইয়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। ধারাবাহিকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হলে তার মুক্তির দাবিতে রাজপথে নামেন দর্শকরা। ভাঙচুর করা হয় লেখক হুমায়ূন আহমেদের বাড়ি। কিন্তু এবার বাস্তবে বাকের ভাই চরিত্রের অভিনয় করা আসাদুজ্জামান নূরকে মিরপুর থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হলে তার মুক্তির জন্য হয়নি কোন আন্দোলন।
গেল বছরের ৫ ই আগস্টে ছাত্র- জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সারাদেশের হত্যা ও ভাঙচুর সহ নাশকতার মামলায় সারাদেশে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের সাবেক ৩৬ জন মন্ত্রীসহ ৪৩ জন এমপি। এদের মধ্যে গেল বছরেরর ১৫ই সেপ্টেম্বর মিরপুর থানায় সিয়াম সদ্দার (১৭) নামের এক কিশোরকে খুনের মামলায় রাজধানীর বেলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূর ওরুফে বাকের ভাইকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাকে গ্রেপ্তারের এক বছর পূর্ণ হলেও এবার তার মুক্তির জন্য হয়নি কোন আন্দোলন কিংবা রাজপথে এবার বাকের ভাইয়ের মুক্তির জন্য নামতে দেখা যায়নি কাউকে।