চট্টগ্রাম প্রতিনিধি:
দেওয়ালে সাদা রঙের ওপর লেখা ‘সিড ফর প্লাস্টিক’। এর পাশেই আরেকটি লেখা চোখ কাড়ছে-প্লাস্টিক দিন, বীজ নিন। দেওয়ালের সামনেই টবের মধ্যে রাখা বিভিন্ন জাতের চারাগাছ, আছে বইও। অর্থাৎ অব্যবহৃত প্লাস্টিক এখানে জমা দিয়ে যে কেউ নিতে প্রকৃতির বন্ধু গাছ অথবা বিন্যামূল্যে পড়তে পারবে বই। পরিবেশ দূষণ রক্ষায় এমনই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘চট্টগ্রাম বইবন্ধু’ সংগঠন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) নগরীর কোতোয়ালী থানার জামালখান মোড়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সহযোগিতায় এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
সংগঠনের ব্যবস্থাপক সাজিদা জেসমিনের সভাপতিত্বে হওয়া এই কর্মসূচিতে চসিক মেয়র বলেন, ‘অপচনশীল প্লাস্টিক প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতিকর। এগুলো পানিতে পচে না, বরং পরিবেশ দূষণের কারণ হয়। তাই আমরা এগুলো যেখানে-সেখানে ফেলে দেব না, বরং পরিবেশ রক্ষার জন্য গাছ লাগাবো।’
তিনি বইবন্ধুর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আজ প্লাস্টিকের পরিবর্তে গাছ ও বীজ বিতরণ করা হচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। চট্টগ্রাম সিটি করপোরেশন ইতোমধ্যে বিভিন্ন এনজিও’কে সহায়তা করেছে যারা প্লাস্টিকের বিনিময়ে চাল, ডাল, মাছ, মুরগি ইত্যাদি দিচ্ছে। ভবিষ্যতে আমরাও এ ধরনের প্রকল্প হাতে নেবো, যাতে এক কেজি প্লাস্টিকের বিনিময়ে এক কেজি চাল বা পাঁচ কেজি প্লাস্টিকের বিনিময়ে মাছ-মুরগি দেওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘গাছ আমাদের প্রকৃতির বন্ধু। এটি বাতাস থেকে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে, যা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যত বেশি গাছ লাগানো যাবে, তত বেশি পরিবেশ সুরক্ষিত হবে এবং জলবায়ুর ভারসাম্য রক্ষা পাবে।’
চট্টগ্রাম বইবন্ধু সংগঠনের ব্যবস্থাপক সাজিদা জেসমিন জানান, ‘প্লাস্টিক দিন, বীজ নিন’ শিরোনামের এই কার্যক্রমের আওতায় প্লাস্টিক বোতল জমা দিয়ে বিনিময়ে বীজ ও চারাগাছ সংগ্রহ করা যাবে। একইসঙ্গে পাঠকদের জন্য উন্মুক্ত রয়েছে বিনামূল্যে বই পড়ার সুযোগ। বইবন্ধু সংগঠনের এই ব্যতিক্রমী উদ্যোগ চট্টগ্রামবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্লাস্টিক বর্জ্য কমিয়ে পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি করতে এমন উদ্যোগ আরও প্রসারিত করা উচিত ।
তিনি আরও জানান, পরিবেশ ও জ্ঞানের বিকাশে অনন্য এই কার্যক্রম আগামী তিন মাস প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর জামালখান, সিআরবি, আগ্রাবাদ এবং পতেঙ্গায় পর্যায়ক্রমে পরিচালিত হবে।
বইবন্ধু সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে একটি অঙ্কিত দেয়ালিকা ও ক্যানভাস উপহার দেওয়া হয়। সংগঠনের ব্যবস্থাপনা পরিষদ, কার্যকরী ও সাধারণ সদস্যরা এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী।