মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নদীর তীরের ভাঙন রোধে ম্যানগ্রোভ বনায়নের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় উপজেলার মাটিভাঙা এলাকায় সুগন্ধা নদীর সদ্য জাগা চরে উপজেলা বন বিভাগের সহযোগিতায় দশ হাজার ছৈলার চারা গাছ রোপনের মাধ্যমে এ যুগান্তকারী উদ্যোগের উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।এসময় আরও উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম, উপজেলা বন কর্মকর্তা মো. শহীদউদ্দিন এবং তারুণ্যের নলছিটি বিডি ক্লিন এবং রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবীরা।এসময় বেলুন উড়িয়ে এবং ছৈলার চাড়া গাছ লাগিয়ে কার্যক্রম উদ্বোধন করেন অতিথি এবং সেচ্ছাসেবীরা।
পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। সে হিসেবে এই দশ হাজার ছৈলার চাড়া গাছ লাগিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও নজরুল ইসলাম। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সমাজকর্মী ও পরিবেশবাদীরা।
উপজেলার পরিবেশবাদী আন্দোলন নেতা খলিলুর রহমান মৃধা বলেন পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ নলছিটি সহ আশেপাশের এলাকাকে সবুজ ও দুষনমুক্ত রাখতে সহযোগিতা করবে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই।
সমাজকর্মী বালী তূর্য বলেন, উপজেলা প্রশাসন এবং উপজেলা বন বিভাগের এই পরিকল্পনা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে। এই ছৈলার বন এক সময় এই এলাকায় দৃষ্টি নন্দন হয়ে উঠবে যারফলে একদিকে যেমন পর্যটন সম্ভাবনা বাড়বে তেমনি পরিবেশ থাকবে দুষনমুক্ত ও শীতল। আমরা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে আমরা এই ম্যানগ্রোভ বনায়নের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে দশ হাজার ছৈলার চারা গাছ লাগিয়ে একদিকে নদীর তীরের ভাঙন রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে বলে আমরা মনে করি। এছাড়াও এই ছৈলার গাছগুলো বড় হলে এটি এই এলাকার পরিবেশ এবং অর্থনৈতিক ব্যপক উন্নতি বয়ে আনবে বলে আমার ধারণা।নলছিটি উপজেলার কল্যাণে এধরণের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।