এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা:
সাতক্ষীরায় জলবায়ু ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ মানুষের জন্য আসন্ন বাজেটে পর্যাপ্ত ও সুনির্দিষ্ট বরাদ্দের দাবিতে জেলা পর্যায়ের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, লবণাক্ততা, নদীভাঙন ও জলোচ্ছ্বাসের মতো জলবায়ু দুর্যোগে প্রায় তিন কোটি মানুষ বারবার বাস্তুচ্যুত ও নিঃস্ব হচ্ছে। অথচ তাদের অভিযোজন ক্ষমতা অত্যন্ত সীমিত, এবং বাজেটে এই জনগোষ্ঠীর জন্য বরাদ্দ অপ্রতুল।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জলবায়ু সংকটে পড়া মানুষদের টেকসই ও মানবাধিকারভিত্তিক সহায়তা প্রয়োজন। এজন্য দারিদ্র ও জেন্ডার সংবেদনশীল বাজেট প্রণয়ন অপরিহার্য।
‘দারিদ্র ও জেন্ডার সংবেদনশীল এবং মানবাধিকারভিত্তিক জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা ব্যবস্থা’ শীর্ষক এ মতবিনিময় সভা আয়োজন করে কেয়ার বাংলাদেশ ও অ্যাওসেড। সভাটি জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ) অর্থায়িত ম্যাপ সিডিআরএফআই প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অধ্যাপক ভারত্বেশ্বরী বিশ্বাস।
সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা সামসুন নাহার রত্না।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আমেনা বিলকিস ময়না, শরিফুল্লাহ কায়সার সুমন, ফারুক রহমান, এনজিও প্রতিনিধি মাধব চন্দ্র দত্ত, নাসরিন সুলতানা, অধ্যক্ষ আশেক এ এলাহী, জুলফিকার রায়হান, আবুল কালাম আজাদ, হেলেনা খাতুন, বাহলুল আলম ও চায়না দাস প্রমুখ।
সভায় উপকূলীয় দুর্যোগের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পাশাপাশি “জলবায়ু অভিযোজন এবং আসন্ন বাজেট” শীর্ষক একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।