সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কমলগঞ্জে উদ্ধার হওয়া তিনটি গন্ধগোকুল শাবককে এক মাসের চিকিৎসা ও পরিচর্যার পর লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২১ মে) বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এই কার্যক্রম পরিচালনা করে। শাবকগুলো প্রথমে জানকীছড়া রেসকিউ সেন্টারে পুনর্বাসন লাভ করে, যেখানে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে বনে ফিরানোর উপযুক্ত ঘোষণা করা হয়।
অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজ্বী নাজমুল হক, জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এন্ডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (SEW) এর সদস্যরা এবং আন্তর্জাতিক সংস্থা Plumploris EVR-এর প্রতিনিধিরা।
বন্যপ্রাণী সংরক্ষণকর্মী সোহেল শ্যাম এই পুনর্বাসনকে প্রকৃতির ভারসাম্য রক্ষায় বড় একটি সাফল্য বলে মন্তব্য করেন।