স্টাফ রিপোর্টার: আব্দুস সালাম মোল্লা, ফরিদপুর:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দুর্যোগ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মে) উপজেলার মিনি অডিটোরিয়াম হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন।
প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কাবিখা-২, ঢাকা শাখার উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক।
অনুষ্ঠানে শুরুতে পরিচয় পর্ব শেষে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত ও প্রস্তুতিমূলক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তবে প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারী অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত থাকলেও কিছুক্ষণ পরেই সবাই একযোগে প্রশিক্ষণ কেন্দ্র ত্যাগ করেন, যা অনুষ্ঠানের গুরুত্বকে প্রশ্নবিদ্ধ করে। পরবর্তীতে কিছু চেয়ারম্যান আবার ফিরে এলেও উপস্থিতি ও মনোযোগের অভাব ছিল লক্ষণীয়।
প্রশিক্ষণে স্থানীয় প্রশাসনের বেশিরভাগ দপ্তর প্রধানের অনুপস্থিতি চোখে পড়ে। এছাড়া অভিযোগ ওঠে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলোর কার্যক্রম কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ। বাস্তবে তাদের কার্যক্রম দৃশ্যমান নয় বলেও দাবি করেন স্থানীয়রা। এমনকি সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিয়মিত অফিসে পাওয়া যায় না বলেও জানা যায়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক এবং উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের বাস্তবচিত্র তুলে ধরেন।
এ প্রসঙ্গে সুশীল সমাজের সদস্য এবং সাধারণ মানুষ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত ও গতি আনয়নের দাবি জানান।