হাবিবুর রহমান, রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ চত্বরের আকাশছোঁয়া গাছগুলো যেন হঠাৎ করেই হয়ে উঠেছে পাখিদের নতুন ঠিকানা। গাছে গাছে বসানো হচ্ছে মাটির তৈরি ছোট ছোট বাসা। প্রকৃতির প্রতি ভালোবাসা আর পাখিদের নিরাপদ আশ্রয় ফেরাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন।
‘পাখিদের জন্য এক হাজার বাসা’—এই নামে একটি প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে এডিপি ও রাজস্ব খাতের বরাদ্দ থেকে ২ লাখ টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে গাছের ডালে বসানো হচ্ছে এক হাজার মাটির বাসা।
মঙ্গলবার (১৩ মে) পীরগাছা উপজেলা পরিষদ চত্বরে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও নাজমুল হক সুমন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একরামুল হক মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, উপসহকারী প্রকৌশলী ফরিদা ইয়াসমিন শীলা, পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
ইউএনও নাজমুল হক সুমন বলেন,
“প্রকৃতিকে টিকিয়ে রাখতে হলে আমাদের আগে পাখিদের বাঁচাতে হবে। তাদের বাসস্থানের সংকট দিন দিন বাড়ছে। আমরা চাই পাখিরা এই বাসাগুলোকে তাদের নিজস্ব অভয়াশ্রম হিসেবে নিক, আমাদের আকাশে ফিরিয়ে আনুক প্রাণের ছোঁয়া।”
এই প্রকল্প শুধু মাটির বাসা বসানোর নয়, বরং প্রকৃতিকে নতুন করে ফিরিয়ে আনার এক নিঃশব্দ আন্দোলন। পীরগাছার আকাশে খুব শিগগিরই শোনা যাবে নতুন ডানার শব্দ—সেই প্রত্যাশায় তাকিয়ে আছে প্রকৃতি।