বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আজ শনিবার রাজধানীর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫’। ইভেন্টটি এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে সর্ববৃহৎ ম্যারাথন। যেখানে প্রায় ১০ হাজার দৌড়বিদ অংশ নেবেন।
এ ছাড়া ম্যারাথনে ১০টি দেশ থেকে বেশ কয়েকজন ম্যারাথনার প্রতিনিধিত্ব করবেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ম্যারাথন (৪২.২ কিমি), হাফ ম্যারাথন (২১.১ কিমি), ১০ কিমি সাধারণ, ১০ কিমি প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য এবং ১০ কিমি ভেটেরান ক্যাটাগরি রয়েছে।
এই বিশাল আয়োজনে বিশেষ নিরাপত্তাব্যবস্থা, স্বাস্থ্যসেবা সহায়তা এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে যেন প্রতিযোগী ও দর্শক উভয়েই একটি নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন।