কাউখালী প্রতিনিধি:
মধ্য রাতে আগুনে পুড়ে ছাই পুরো বসত ঘর। কোন মালামাল উদ্ধার করা যায়নি। সোমবার (২৫ নভরম্বর) দিবাগত আনুমানিক রাত ৩টায় কাউখালীর কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া ইপসা অফিস সংলগ্ন লতিফ মিয়ার বসতবাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের শেষ ভাগে ইপসা অফিসের পেছনে মৃত লতিফ মিয়ার বাড়ীতে এ আগুনের সূত্রপাত হয়। এসময় পরিবারের সদস্যরা সবাই ঘুমে ছিলো। ঘুমন্ত অবস্থায় আগুনের তাপ অনুভব করলে সবাই ঘুম থেকে উঠে যায়। এসময় পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় নারী শিশুসহ পরিবারের সদস্যরা কোন মতে ঘর থেকে বের হলেও কোন মালামাল পরনের কাপড় ছাড়া উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে তাদের চিৎকারে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস আগুন নেভাতে আসলেও ততক্ষনে সব পুড়ে ছাই হয়ে যায়।

