খাগড়াছড়িতে অভিযান চালিয়ে বন বিভাগ একটি বাড়ি থেকে বিলুপ্তপ্রায় এশিয়াটিক ব্ল্যাক বিয়ার (কালো ভালুক) সহ মোট ৯টি বন্য প্রাণী উদ্ধার করেছে। উদ্ধারকৃত প্রাণীর মধ্যে রয়েছে ছয়টি মায়া হরিণ এবং দুটি বানর।
মঙ্গলবার (৬ জানুয়ারি) খাগড়াছড়ি সদর উপজেলার তেঁতুলতলা এলাকায় বন বিভাগ, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাণীগুলো সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নবদ্বীপ চাকমার বাড়িতে রাখা ছিল। ভুল বোঝাবুঝির কারণে তিনি নিজেই বন বিভাগকে ফোনে বিষয়টি জানান।
নবদ্বীপ চাকমা বলেন, “বনে অনেকেই এসব প্রাণী শিকার করতেন। খবর পেয়ে আমি শিকারিদের কাছ থেকে এগুলো কিনেছি এবং নিজে লালন–পালন করছিলাম। পরে মনে হলো, সঠিক ব্যবস্থা নেওয়া উচিত, তাই বন বিভাগকে জানালাম।”
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, “বন্য প্রাণী ধরে রাখা আইনত অপরাধ। নবদ্বীপ চাকমা ভুল বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজে জড়াবেন না বলে আশ্বাস দিয়েছেন। বন্য প্রাণী সুরক্ষায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

