Kapasia (Gazipur) Representative:
গাজীপুরে কাপাসিয়া উপজেলার রানীগঞ্জে দেশীয় অস্ত্র ঠেকিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর মামা সাংবাদিক রফিকুল ইসলাম বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।রবিবার (২০ জুলাই) রাত ৮টার দিকে রানীগঞ্জ এলাকার বাড়িগাও চৌরাস্তায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল। তিনি বলেন,ঘটনাস্থলে আশেপাশে কোনো সিসিটিভি না থাকায় ম্যানুয়ালি অনুসন্ধান করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এজহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আরাফাত রহমান রাতুল বিদেশে যাওয়ার জন্য মামাবাড়ি থেকে এই টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়িগাও চৌরাস্তা পৌছাইলে এলাকার বখাটে উশৃংখল মোঃ সাকিব , মোঃ সায়েম, মোঃ নাসিম অজ্ঞাত আরো কয়কজন দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রের মুখে তাকে থামায় এবং সঙ্গে থাকা তিন লাখ ৫৩ হাজার পাঁচশত টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। তারা তাকে দ্রুত এলাকা ত্যাগ করতে বলে এবং প্রাণনাশের হুমকিও দেয়। ভুক্তভোগীর পিতা ডাক্তার আবুল হোসেন বলেন, বিবাদীগণ সন্ত্রাস ছিনতাইকারী এলাকার বিভিন্ন অপকর্মে লিপ্ত আমার ছেলে বিদেশ যাওয়া উপলক্ষে মামা বাড়ি থেকে টাকা নিয়ে নিজবাড়ী রানীগঞ্জে আসছিল, দুর্বৃত্তরা গোপনে খবর পেয়ে পথিমধ্যে আমার ছেলেকে অস্ত্রের মুখে গতিরোধে বেধড়ক মারধর করে টাকাগুলো ছিনিয়ে নেয়। আমার ছেলে আরাফাত রহমান রাতুল এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে ছিনতাইকারীদের শনাক্তের কাজ চলছে।
এস এম মাসুদ
Kapasia Gazipur