Author: Bangla FM

নুরুল হক রুনু, নেত্রকোণা প্রতিনিধি:ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে নেত্রকোণায় অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। বৈরী আবহাওয়ার মধ্যেও কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলার দশ উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী। ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের জেলা শাখার সভাপতি মো. হাবীবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হাই, সাধারণ সম্পাদক মনসুরুল হক পাভেল, সাংগঠনিক সম্পাদক মাহিনূর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত নতুন নিয়োগবিধিতে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত…

Read More

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার মধ্যে আসন্ন বৈঠকের মাধ্যমে মার্কিন শুল্ক আরোপের হার কমে আসবে বলে আশাবাদ প্রকাশ করেছেন দেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, ওয়াশিংটনে উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, তা যৌক্তিক নয় এবং এটি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, “বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মাত্র পাঁচ বিলিয়ন ডলার। এ অবস্থায় এত উচ্চ হারে শুল্ক আরোপ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আলোচনা ভালোভাবে এগোলে শুল্কহার অনেকটা কমে…

Read More

শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি:মৌসুমী বায়ুর প্রভাবে নোয়াখালী জেলায় গত দুই দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে জেলা শহর মাইজদীসহ আশপাশের এলাকা ও বেশ কয়েকটি উপজেলার প্রধান সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ বেড়েছে চরমে। নোয়াখালী আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এ ছাড়া নদীবন্দরে ১ নম্বর এবং সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জলমগ্ন শহর ও দুর্ভোগ জলাবদ্ধতায় ডুবে গেছে মাইজদীর প্রেসক্লাব সড়ক,…

Read More

সংবাদ প্রতিবেদন: অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ১১ মাসের মধ্যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন মার্কিন ডলারের নিচ থেকে বেড়ে ২০২৫ সালের জুনে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং স্থিতিশীলতার এ অগ্রগতিকে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৫ সালের ২ জুলাই পর্যন্ত মোট রিজার্ভ ৩১.৭২ বিলিয়ন ডলার হলেও, আইএমএফ-এর বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ দাঁড়িয়েছে ২৬.৬৭ বিলিয়ন ডলারে। এই ঊর্ধ্বগতি মূলত রেমিট্যান্স প্রবাহের রেকর্ড পরিমাণ বৃদ্ধির কারণে হয়েছে। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স। এটি…

Read More

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধিরাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলের বৈধ বালুমহলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (৬ জুলাই) গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ছুড়ে দুইটি স্পিডবোট ভাঙচুর এবং একটি স্পিডবোটের ইঞ্জিন খুলে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে চকরাজাপুর ইউনিয়নের লক্ষীনগর মৌজার খেয়া ঘাট এলাকায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তিনটি নৌকায় করে প্রায় ৩৫-৪০ জন মুখোশধারী সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। খেয়া ঘাটে থাকা স্পিডবোটগুলোর একটি নদীর মাঝে নিয়ে গিয়ে ভাঙচুর করে এবং একটি বোটের ইঞ্জিন খুলে নেয়। ঘটনার সময় ড্রেজার মেশিনে কাজ করা চালকরা আতঙ্কে নদীর পাড় ছেড়ে আশপাশের বাড়িতে আশ্রয় নেন। ঘটনাস্থলে পড়ে…

Read More

বিচারসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে আদালতের বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, “মামলার দীর্ঘসূত্রতা, খরচ এবং হয়রানি কমাতে উপজেলা পর্যায়ে বিচারিক কার্যক্রম প্রসারিত করতেই হবে। এতে বিচারপ্রার্থীদের সময় ও অর্থ বাঁচবে, আর বিচার পাওয়া তাদের একটি ন্যায্য অধিকার।” আজ মঙ্গলবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের দশম দিনের সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার সানী আবদুল হক। মঞ্জু বলেন, “স্বাধীনতার পর থেকে জনগণ কাঙ্ক্ষিত বিচারসেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। মামলার জট নিরসনে বিকেন্দ্রীকরণ অপরিহার্য। আদালতগুলোতে অবকাঠামো,…

Read More

সংবাদ প্রতিবেদন: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, জুলাই শহিদদের প্রেরণা অনুসরণ করতে পারলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব, যেখানে রাষ্ট্র হবে সবার এবং সকল নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে। আজ (মঙ্গলবার) বিকেলে ঢাকার শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘শ্রাবণ বিদ্রোহ’ তথ্যচিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ভূমিকা জনস্মৃতিতে রাখতে তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ নির্মাণ ও প্রদর্শনের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমান প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শহিদদের আত্মত্যাগ স্মরণে রাখা জরুরি।”…

Read More

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর):দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাসারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্র আন্দোলনের সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা ছোড়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৭ জুলাই) নিজ এলাকা চক বামুনিয়া বিশ্বনাথপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল বাসার (৫৫) মৃত আজিমুদ্দিনের ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, “গত বছর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সহিদ শেখ বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলায় আওয়ামী লীগ নেতাকর্মী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ মোট ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি…

Read More

মনির হোসেন, বেনাপোল:যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সিরাজকে সিরাজগঞ্জ থেকে আটক করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। তবে এখনও পলাতক রয়েছেন মামলার প্রধান আসামি আব্দুল্লাহ ও তার ঘনিষ্ঠ সহযোগী আমজেদ আলী। পুলিশ সূত্র জানায়, গত ১ জুলাই কাশিয়াডাঙ্গা গ্রামে তিন ব্যক্তি মিলে এক গৃহবধূকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রতিবাদ জানানোয় ক্ষিপ্ত হয়ে এ বর্বরতা চালানো হয়। ঘটনার পরপরই স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। কাশিয়াডাঙ্গা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল হোসেন ও আকবর আলীর নেতৃত্বে একটি গ্রাম্য সালিশ বসে। অভিযোগ রয়েছে, সেখানে…

Read More

মো:দিল,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় বড় ছেলে আহত হয়েছে । মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খান্দকার (৩৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, থানার পুরান বেড়া থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে অসুস্থ বাবাকে নিয়ে দুই ছেলে জেলার এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের…

Read More