কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তাল আন্দোলন চলছে। “রাইজ ইন রেড” স্লোগানে মুখর হয়ে শনিবার দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা।এই কর্মসূচি থেকে রোববার (আগামীকাল) সারা দেশে একযোগে মহাসমাবেশের ঘোষণা দেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী।
ঢাকার তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে শুরু হওয়া মানববন্ধনে শিক্ষার্থীরা নানা রকম প্রতিবাদী স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়—”রক্তে আগুন লেগেছে”, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার”, “কুমিল্লায় হামলা কেন? জবাব চাই”, প্রভৃতি স্লোগান।
এই কর্মসূচির সূত্রপাত কুমিল্লায় একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগকে কেন্দ্র করে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা দেশজুড়ে নিজেদের প্রতিষ্ঠানের সামনে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেয়।
এর আগে শুক্রবার মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করে নিজেদের ছয় দফা দাবির প্রতি অনড় অবস্থানের বার্তা দেয় শিক্ষার্থীরা। মিছিল-পরবর্তী এক ব্রিফিংয়ে জোবায়ের পাটোয়ারী বলেন, “আমাদের দাবি দ্রুত মেনে নিন, আমরা রাজপথ ছেড়ে দেব। কুমিল্লার ভাইদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন, এবং তাদের চিকিৎসার দায়িত্ব নিন। আলোচনায় বসতে আমরা প্রস্তুত।”
অন্যদিকে, আন্দোলনের আরেক মুখ মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, “এই সরকার আমাদের সরকার, শিক্ষার্থীদের সরকার। কারিগরি শিক্ষাকে উপেক্ষা করে কোনো উন্নয়ন সম্ভব নয়। সেক্টরটিতে বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। আমরা সরকারকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।”
এরও আগে, বৃহস্পতিবার রাতে মশাল মিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ আলোচনার পরও আশানুরূপ সমাধান না আসায় তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়।
কারিগরি ছাত্র আন্দোলনের ভাষ্য অনুযায়ী, এই ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আগামীকাল মহাসমাবেশে কী বার্তা আসবে—সেটির দিকে এখন সবার নজর।
চাইলে এর থেকে সংবাদ রিপোর্ট, মতামত কলাম বা প্রতিবেদনধর্মী লেখা হিসেবেও আলাদা ভার্সন তৈরি করে দিতে পারি।