যুক্তরাষ্ট্র ফিরিয়ে দিয়েছে ভারত থেকে রপ্তানি করা প্রায় ৭ কোটি টাকার আমের বিশাল চালান। কমপক্ষে ১৫টি চালান বাতিল করা হয়েছে, যেগুলো বিভিন্ন প্রজাতির আম নিয়ে গঠিত ছিল। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, কাগজপত্রে অনিয়মের কারণেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।জানা গেছে, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো এবং আটলান্টা শহরের বিমানবন্দর থেকে চালানগুলো বাতিল করা হয়। কর্তৃপক্ষ আমদানি প্রক্রিয়ায় ব্যবহৃত নথিপত্রে অসঙ্গতি শনাক্ত করে এবং তাৎক্ষণিকভাবে আমের চালানগুলোকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।যুক্তরাষ্ট্রের প্রশাসন ভারতীয় রপ্তানিকারকদের দুইটি বিকল্প দেয়: পচনশীল এই ফলগুলোকে দেশে ফিরিয়ে নেওয়া অথবা সেগুলো ধ্বংস করে ফেলা। কিন্তু পরিবহন ও সংরক্ষণের উচ্চ খরচের কারণে স্থানীয়ভাবেই আম ধ্বংস করার সিদ্ধান্ত নেয় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো।
এই ঘটনায় ভারতীয় রপ্তানিকারকরা পড়েছেন অন্তত ৫ লাখ মার্কিন ডলারের ক্ষতির মুখে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৮ ও ৯ মে ভারতের মুম্বাই শহরে আমগুলোতে ‘বিকিরণ প্রক্রিয়া’ সম্পন্ন করা হয়। এই প্রক্রিয়ায় নির্দিষ্ট মাত্রায় বিকিরণ প্রয়োগ করে ফলের পোকামাকড় ধ্বংস ও সংরক্ষণক্ষমতা বাড়ানো হয়। তবে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন, এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্রে গুরুতর অসঙ্গতি রয়েছে।এই ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন ভারত ও যুক্তরাষ্ট্র একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদনের পথে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরইমধ্যে জানিয়েছেন, ভারত ‘‘প্রায় শূন্য শুল্কের’’ একটি প্রস্তাব দিয়েছে। এই চুক্তির প্রথম ধাপ কয়েক মাসের মধ্যেই বাস্তবায়ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।