গাজায় চলমান সংঘাতের বিরুদ্ধে এবার সরব হলেন ইসরায়েলি সেনারা নিজেরাই। সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে চিঠি পাঠিয়ে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন আইডিএফের গোলানি ব্রিগেডের অন্তত দেড় শতাধিক সদস্য।
চিঠিতে তারা শুধু যুদ্ধ বন্ধের দাবি তোলেননি, একই সঙ্গে জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলি নাগরিকদের দ্রুত ফিরিয়ে আনার দাবিও জানান। সেনাদের এই অবস্থান দেশটির প্রশাসনে চাপ বাড়িয়ে তুলছে।
এর আগেও একই ধরনের চিঠি দিয়েছিলেন বিমান বাহিনীর প্রায় ১ হাজার সদস্য ও গোয়েন্দা বাহিনীর কয়েকশ কর্মকর্তা। এছাড়া আলাদা আরেকটি চিঠিতে সাক্ষর করেছেন দুই শতাধিক সামরিক চিকিৎসক, যেখানে একইভাবে যুদ্ধ থামানোর দাবি তোলা হয়।
এই পরিস্থিতিতে সেনাবাহিনীর ভেতর থেকেই যুদ্ধবিরোধী সুর ক্রমশ জোরালো হচ্ছে। তবে এসব চিঠির প্রতিক্রিয়ায় কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এমন চিঠিতে সাক্ষর করলেই সেই সেনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।
নেতানিয়াহুর এই অবস্থানের মধ্যেই সেনাবাহিনীর একটি বড় অংশের এমন প্রতিবাদ ইসরায়েলের অভ্যন্তরীণ মতবিভাজনের ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধের ভবিষ্যৎ এবং দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা—দুটিই এখন বড় এক প্রশ্নের মুখোমুখি।