যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে ‘অত্যন্ত পীড়াদায়ক’ আখ্যা দিয়ে বলেছেন, সঠিক সময়ে তিনি এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারেন, যেন ইরান নিজেকে পুনর্গঠনের সুযোগ পায়।
মার্কিন সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে এক ডিনারের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, “আমরা যদি সিরিয়ার মতো একটি পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবর্তন দেখতে পাই, তাহলে ইরানের ক্ষেত্রেও একইভাবে চিন্তা করবো।” উল্লেখ্য, সিরিয়ায় রাজনৈতিক অস্থিরতার পর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতন ঘটে এবং নতুন সরকার ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নেয়।
ইরান নিয়ে ট্রাম্প আরও বলেন, “আমি চাই না তারা আবার ‘আমেরিকার মৃত্যু হোক’, ‘ইসরায়েলের মৃত্যু হোক’ স্লোগান দেয়। বরং তাদের যদি শান্তিপূর্ণ পথে এগোতে দেখি, সেটা দারুণ হবে।”
তিনি আরও বলেন, “ইরান একটি সম্ভাবনাময় দেশ। তাদের তেলের সম্পদ আছে, এবং তারা বুদ্ধিমান ও পরিশ্রমী জাতি।”
এদিকে, ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্র থেকে আলোচনার কোনো আনুষ্ঠানিক অনুরোধ পাননি বলে খবর দিয়েছে বিবিসি।