ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে মাঝরাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে এলাকাটি। এতে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫২ মিনিটে বেংকুলু প্রদেশের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং ভূকম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৮ কিলোমিটার গভীরে।
অন্যদিকে, ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপ্রকৃতি সংস্থা (BMKG) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০ এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৮৪ কিলোমিটার গভীরে। সংস্থাটি আশ্বস্ত করেছে যে, এ ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (BNPB) মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে জানান, কম্পনের প্রভাবে বেংকুলু শহর ও আশপাশের এলাকায় অন্তত ১৪০টি বসতবাড়ি ও ছয়টি সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আটটি বাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত ইন্দোনেশিয়া। এর আগেও দেশটি ভয়াবহ ভূমিকম্প ও সুনামির অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিতে ৬.২ মাত্রার ভূমিকম্পে শতাধিক প্রাণহানি ঘটে। আর ২০১৮ সালে পালুতে ৭.৫ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে প্রাণ হারায় দুই হাজারের বেশি মানুষ।
ভূমিকম্পের পরপরই স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পাঠিয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।