ইসরায়েলের যেকোনো ধরণের হামলার জবাবে ভয়াবহ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ইসরায়েলের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে সম্প্রতি প্রকাশিত একাধিক গণমাধ্যম প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২২ মে) তেহরান থেকে এই কঠোর বার্তা আসে। আইআরজিসি’র মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বিভ্রান্তিকর ইহুদিবাদী সরকার কোনো বোকামিপূর্ণ আক্রমণ করে, তাহলে তারা তাদের ক্ষুদ্র ভূখণ্ডের মধ্যেই ভয়াবহ ও সিদ্ধান্তমূলক জবাব পাবে।
তিনি আরও জানান, বর্তমানে ইরান সামরিকভাবে অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ক্ষেত্রে ইরানের অগ্রগতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেন নায়েনি। তার ভাষায়, “আমরা অনেক দিক থেকেই শক্তিশালী হয়েছি এবং এই অগ্রগতি বিশ্বের কাছে বিস্ময়কর।” তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ইসরায়েলকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত এই অঞ্চল এবং বিশ্বে স্থিতিশীলতা আসবে না।”
এদিনই ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর-জেনারেল মোহাম্মদ বাঘেরিও জানান, দেশের প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং তারা যেকোনো হুমকির জবাবে আনুপাতিক শক্তি প্রয়োগে সক্ষম। বাঘেরি বলেন, “আমাদের প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং শত্রুর যেকোনো তৎপরতার জবাব আমরা আমাদের স্তর অনুযায়ী কড়া হাতে দেব।”
বর্তমান প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল উত্তেজনা আবারও চরমে উঠেছে এবং এই হুঁশিয়ারি গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।