কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৫ জন পর্যটক ও এক স্থানীয় বাসিন্দার মৃত্যুর পর যখন ভারত ও পাকিস্তানের সম্পর্ক নতুন করে তলানিতে ঠেকেছে, তখন উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে ভারতের পানি সরবরাহ বন্ধের হুমকি। ভারত সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর দেশটির জলশক্তিমন্ত্রী সিআর পাতিল ঘোষণা করেছেন, “পাকিস্তানে এক ফোঁটা পানিও যেতে দেব না।”
এই ঘোষণার পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি দিয়েছেন এক অগ্নিঝরা বক্তব্য। ২৫ এপ্রিল, শুক্রবার সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় এক জনসভায় তিনি বলেন, “সিন্ধু নদে হয় পানি বইবে, নয়তো ভারতীয়দের রক্ত।”
ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বিলাওয়াল বলেন, ভারত সিন্ধু নদে ‘ডাকাতির’ চেষ্টা করছে। তার ভাষায়, “সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বাস করে। এই নদ শুধু একটি জলস্রোত নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পাকিস্তান কখনোই এই নদীর ওপর দাবি ছাড়বে না।”
বিলাওয়াল মোদি সরকারকে উদ্দেশ্য করে বলেন, “নরেন্দ্র মোদি যতই চিৎকার করুক না কেন সিন্ধুর উত্তরাধিকারের দাবি নিয়ে, প্রকৃত উত্তরসূরি কিন্তু পাকিস্তানের মাটিতেই আছে। ভারত ইতিহাস বিকৃত করে সিন্ধুর অধিকার দাবি করতে পারে না।”
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ভারত সরকারের এই ‘যুদ্ধকেন্দ্রিক মনোভাব’ এবং পানির প্রবাহ বন্ধের হুমকিকে কোনোভাবেই সমর্থন করবে না। এটি শুধু পাকিস্তানের বিরুদ্ধে নয়, গোটা অঞ্চলের পরিবেশ ও স্থিতিশীলতার বিরুদ্ধে এক উসকানিমূলক পদক্ষেপ।
বিলাওয়াল ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার অভিযোগ এনে বলেন, “তাদের নিজেদের ব্যর্থতা ঢাকতেই পাকিস্তানকে টার্গেট করছে ভারত। কোনো তদন্ত ছাড়াই, প্রমাণ ছাড়াই ভারত আন্তর্জাতিক পানি চুক্তিকে অগ্রাহ্য করে চরমপন্থার পথে হাঁটছে।”