উত্তর কোরিয়ায় নতুন একটি পাঁচ হাজার টন ওজনের যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার) উদ্বোধনের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। দেশটির শীর্ষ নেতা কিম জং উন নিজে এই উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন এবং এই ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এটিকে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বৃহস্পতিবার জানিয়েছে, পূর্বাঞ্চলীয় চংজিন বন্দরে বুধবার জাহাজটি উদ্বোধনের সময় পানিতে নামানোর প্রক্রিয়ায় জাহাজটির নিচের কিছু অংশ ভেঙে যায়। এর ফলে জাহাজটি ভারসাম্য হারায় এবং অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জাহাজ পরিচালনা ও নকশা প্রক্রিয়ায় অভিজ্ঞতার অভাব এবং অব্যবস্থাপনার কারণেই এই দুর্ঘটনা ঘটে। কিম জং উন এই ঘটনাকে ‘চূড়ান্ত অবহেলার ফসল’ হিসেবে উল্লেখ করে বলেন, এমন অপেশাদারিত্ব কোনোভাবেই বরদাশতযোগ্য নয় এবং দোষী কর্মকর্তাদের কঠোর শাস্তি পেতে হবে।
উল্লেখ্য, এর এক মাস আগেই উত্তর কোরিয়া একই ধরণের আরেকটি ডেস্ট্রয়ার জাহাজ ‘চো হিয়ন’-এর উদ্বোধন করে। সেই উদ্বোধনী আয়োজনে কিম জং উন ছিলেন তার কন্যা কিম জু এ-র সঙ্গে, যিনি বিশ্লেষকদের মতে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত।
‘চো হিয়ন’ যুদ্ধজাহাজটিকে উত্তর কোরিয়া তার সর্বাধুনিক প্রযুক্তি ও অস্ত্রে সজ্জিত বলে দাবি করে আসছে এবং ২০২৬ সালের শুরুতে এটি পুরোদমে কার্যক্রম শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।
কিন্তু সর্বশেষ দুর্ঘটনাটি উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত ব্যবস্থাপনার ওপর নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। একইসাথে অভ্যন্তরীণ ত্রুটি ও জবাবদিহিতার অভাব যে একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রকল্পেও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তারই এক উদাহরণ হয়ে রইল এই ঘটনা।