রোববার (২৭ এপ্রিল) ডেইলি টাইমসে প্রকাশিত এক সংবাদে জানা যায়, লন্ডনের পাকিস্তান হাইকমিশনে ভারতীয় উগ্রপন্থীরা হামলা চালিয়েছে। হামলাকারীরা ভবনের জানালা ভেঙে দেয় এবং সাদা দেয়াল ও বাইরের ফলকে গেরুয়া রঙ ছুঁড়ে মারে, যার ফলে ভবনের ক্ষতির চিহ্ন স্পষ্ট দেখা যায়। এই হামলার পর ঘটনাস্থলে ক্ষতি পরিলক্ষিত হলেও, তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।
এ ঘটনার একদিন আগে, ভারতীয়রা হাইকমিশনের বাইরে সহিংস বিক্ষোভ প্রদর্শন করেছিল। সেদিনই ভারতীয় বিক্ষোভকারীরা পাকিস্তান-ভারত উত্তেজনার প্রেক্ষাপটে নিজেদের ক্ষোভ প্রকাশ করতে থাকে। এর পরের দিন হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গত শনিবার দু’জন ভারতীয় বিক্ষোভকারীকে সহিংসতা ও উসকানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীরা টানা দু’দিন ধরে সমাবেশ করে আসছিলেন, যার মধ্যে সহিংস ঘটনা ঘটে।
এটি ভারতের পেহেলগামে ২৬ জন পর্যটকের হত্যার পর ভারত-পাকিস্তানের মধ্যে বেড়ে যাওয়া উত্তেজনার মধ্যে ঘটেছে। পেহেলগাম হামলায় পাকিস্তান ভারতকে দায়ী করলেও, পাকিস্তান এই ঘটনার বিষয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেছে, তারা যথাযথভাবে প্রতিক্রিয়া জানাবে।
এদিকে, লন্ডন পুলিশ এ হামলার তদন্ত শুরু করেছে এবং ঘটনাটির গুরুত্ব অনুসারে আরও তদন্তের পরিকল্পনা করছে।