আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজার অন্তত ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
শনিবার (১৬ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এনবিসি নিউজ দাবি করে, ট্রাম্প মধ্যপ্রাচ্য সফর শেষে এ পরিকল্পনা এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন। ইসরাইলকে নিয়মিতভাবে এ সংক্রান্ত হালনাগাদ তথ্য জানানো হচ্ছে বলেও জানানো হয় প্রতিবেদনে।
এতে আরও উল্লেখ করা হয়, এ পরিকল্পনার আওতায় লিবিয়াকে দেওয়া হতে পারে এক দশকেরও বেশি সময় ধরে আটকে থাকা কোটি কোটি ডলারের তহবিল। ফিলিস্তিনিদের জন্য লিবিয়ায় বিনামূল্যে আবাসন, শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তার মতো প্রণোদনাও বিবেচনায় রয়েছে।
তবে এখনও লিবিয়া সরকারের সঙ্গে এ বিষয়ে কোনো চুক্তি হয়নি। এনবিসি নিউজ দাবি করেছে, লিবিয়া সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং কিছু ‘প্রমাণ’ তাদের হাতে রয়েছে।
এ বিষয়ে হামাসের এক সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, “আমরা এ বিষয়ে কিছুই জানি না। এটি গুজব হতে পারে। যদি এ ধরনের স্থানান্তর পরিকল্পনা করা হয়ে থাকে, আমি এর তীব্র নিন্দা জানাই।”
তিনি বলেন, “ফিলিস্তিনিরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। এ সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তাদের।”
ট্রাম্প প্রশাসনের এমন পরিকল্পনা ফিলিস্তিনিদের ভবিষ্যৎ ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।