পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এক ভয়াবহ বিস্ফোরণে ৭ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলের একটি শান্তি কমিটির বৈঠকে এ বিস্ফোরণ ঘটে, যা ভবনের একটি অংশ ধসে পড়ার কারণ হয়। তবে হামলার পেছনে কারা জড়িত, তা এখনও পরিষ্কার নয় এবং কেউ হামলার দায় স্বীকার করেনি।
দক্ষিণ ওয়াজিরিস্তান একটি অস্থিতিশীল অঞ্চল, যেখানে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী সহিংসতা প্রায়ই ঘটে থাকে। স্থানীয় শান্তি কমিটিগুলি নিরাপত্তা বাহিনী ও স্থানীয় নেতাদের সহযোগিতায় সহিংসতা দমন ও শান্তি বজায় রাখার কাজ করে থাকে, এবং তাই তারা হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকে। অতীতে এই ধরনের কমিটি সদস্যদের ওপর আত্মঘাতী হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিকে, পাকিস্তানের সেনাবাহিনী গত রোববার জানিয়েছে, তারা উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল এলাকায় পাক-আফগান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে ৭১ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। পাকিস্তানি সেনাবাহিনী এই অভিযানে ‘সর্বোচ্চ সাফল্য’ অর্জন করেছে বলে দাবি করেছে।
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানে সাম্প্রতিক জঙ্গি হামলার অন্যতম কারণ হলো আফগানিস্তানের সাথে সীমান্ত ব্যবস্থাপনার জটিলতা এবং নিষিদ্ধ সংগঠনগুলোর পুনঃসংগঠন।