ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার ব্যাপারে সরাসরি অবস্থান জানালেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, দুই পারমাণবিক শক্তিধর এশীয় দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনও নিয়ন্ত্রণ নেই, এবং এটি “আমাদের দেখার বিষয় নয়” বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৮ মে) ফক্স নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য স্টোরি উইথ মার্থা ম্যাককালাম'-এ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ভ্যান্স।
তার ভাষায়, “আমরা চাই এই পরিস্থিতি যত দ্রুত সম্ভব শান্ত হোক। তবে এই দেশগুলোকে আমরা নিয়ন্ত্রণ করি না। আমরা চাইলে কিছুটা উদ্বুদ্ধ করতে পারি, যেন তারা উত্তেজনা প্রশমিত করে। কিন্তু এটা এমন কোনো যুদ্ধ নয় যাতে আমাদের প্রত্যক্ষ জড়িত থাকা উচিত কিংবা এটি আমাদের কূটনৈতিক নিয়ন্ত্রণে রয়েছে।”
জেডি ভ্যান্সের এই মন্তব্য স্পষ্ট করে দেয়, যুক্তরাষ্ট্র ভারত-পাকিস্তান সংঘাতকে আঞ্চলিক বিষয় বলেই বিবেচনা করছে এবং সরাসরি হস্তক্ষেপ থেকে বিরত থাকতে চায়।
সম্প্রতি কাশ্মীর অঞ্চলে সন্ত্রাসী হামলা, সীমান্তে গোলাগুলি, ড্রোন হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এমন সময় মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায় থেকে এ ধরনের নিরপেক্ষ মন্তব্য দুই পক্ষের দৃষ্টিভঙ্গিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই ‘পিছু হটা’ মনোভাব দুই দেশের মধ্যকার সামরিক উত্তেজনা প্রশমনে কতটা কার্যকর হবে, তা এখনও অনিশ্চিত।