ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। শুক্রবার (২ মে) থেকে ভারতের ভেতর থেকে চ্যানেলটি আর দেখা যাচ্ছে না। চ্যানেলে ঢুকতে গেলে ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন—“জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সরকারি আদেশের কারণে এই কনটেন্ট বর্তমানে এই দেশে অনুপলব্ধ।”
শুধু প্রধানমন্ত্রী নয়, এর আগেও বেশ কয়েকটি পাকিস্তানি গণমাধ্যম এবং সাংবাদিকের ইউটিউব চ্যানেলও একইভাবে ব্লক করে ভারত। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই হামলায় ২৫ জন ভারতীয় ও ১ জন নেপালি পর্যটক নিহত হন। ভারত সরাসরি পাকিস্তানকে এ ঘটনার জন্য দায়ী করে।
এ ঘটনার পর ভারত ডন, জিও নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজসহ অন্তত ১৬টি সংবাদমাধ্যম ও সাংবাদিকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেয়। এসব চ্যানেলের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬ কোটি ৩০ লাখ।
পাকিস্তানও পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের জন্য নিজেদের আকাশসীমা বাতিল করে, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করে এবং আরও বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে এবং দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বর্তমানে দুই দেশের মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে এবং উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগের কৌশল অবলম্বন করছে। এর প্রভাব পড়ছে দুই দেশের মিডিয়া, কনটেন্ট প্ল্যাটফর্ম এবং জনগণের ওপরও।