জার্মানির হামবুর্গ শহরের প্রধান ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে অন্তত ১৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) সন্ধ্যার ব্যস্ত সময়ের এই ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ জানায়, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
এই হামলার ঘটনায় ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন এই নারীকে শনিবার আদালতে হাজির করা হয়। হামবুর্গ পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ জানান, এখন পর্যন্ত তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে হামলাকারীর রাজনৈতিক উদ্দেশ্য ছিল। বরং পুলিশের ধারণা, তিনি মানসিক ভারসাম্য হারানোর কারণে এমন কাণ্ড ঘটাতে পারেন।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, প্ল্যাটফর্মের প্রবেশপথ ঘিরে রেখেছে পুলিশ, সেখানে অ্যাম্বুলেন্সে আহতদের তোলা হচ্ছে। হামলাটি একাই সংঘটিত করেছে বলে প্রাথমিকভাবে মনে করছে কর্তৃপক্ষ।
হামলার পরপরই জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ হামবুর্গের মেয়রের সঙ্গে ফোনে কথা বলেন এবং দুঃখ প্রকাশ করেন। তিনি এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন।
সাম্প্রতিক সময়ে জার্মানিতে ধারাবাহিকভাবে সহিংস হামলার ঘটনা ঘটছে। মাত্র কয়েকদিন আগেই, ১৮ মে বিলেফেল্ড শহরের একটি বারে ছুরিকাঘাতে চারজন আহত হন। এসব ঘটনায় জনমনে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে এবং জাতীয় নিরাপত্তা এখন জার্মান সরকারের অগ্রাধিকার তালিকার শীর্ষে উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, মানসিক স্বাস্থ্য সমস্যা, সামাজিক বিচ্ছিন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি মিলেই এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, যার ফলে সরকারকে এখন আরও কঠোর পদক্ষেপ নিতে হতে পারে।